বাংলা কবিতা: অনর্থক
আমার অনেক কথা জমা আছে,
তোমার তাড়া থাকলে না হয় পাছে,
আমার তারা গোনা হয়ে গেছে।
এভাবে আর কত জীবন যাবে,
নদীর সঙ্গে একই স্রোতেতে ভেসে,
তুমি না হয় থাকলে ক্ষণিক বসে,
আমার পাশে, আমারই আবেশে।
আমার পাশে বসবে কিছুক্ষণ?
পথের হিসেব চাইবো না জীবনে,
অনেক ভুলের হয় যা কেবল প্রাপ্তি,
সময় তারই মাশুল যায় বুনে।
আকাশ, নদী, পাহাড় আঁকা ভালো,
অনেক দিনের অভিজ্ঞতা বলে,
মনের পাড়ায় আকাশ ছুঁয়ে দেখা,
বয়স সীমা নির্দিষ্ট হয় ভুলে।
আমার পাশে বসবে কিছুক্ষন?
আমার কথা শুনতে ক্ষণিক চেয়ে?
এভাবেও কি প্রলাপ লেখে কেউ?
অসুস্থতার কারণ জানতে চেয়ে...
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ