মন ভাঙার ওপারে

বাংলা কবিতা: মন ভাঙার ওপারে

Bangla Kobita
মন ভাঙার ওপারে


এবার তো মন ভাঙার পালা,

ধূসর রঙের শহর, আর,

কয়েক ঘন্টার মৃত্যু প্রতিদিন।

সবুজ, হলুদ কিংবা মেঘলা সকাল,

 আর দেখা যাবে না,

এবার তো মন ভাঙার পালা,

নাম, ঠিকানা কিংবা মনের

ভিতরের এক-হাত জমি,

সবেতেই বাঁধ সেধেছে 

মনখারাপ...কারণ,

এবার যে মনভাঙার পালা।

গঙ্গা-পাড়ের পাশেই আছে,

চায়ের দোকান, সিক্ত

কিংবা অতিরিক্ত উপদ্রবে,

ঠাঁই পেয়েছে আমার কাছের

দুঃখ গুলো, হোক না বাড়ি,

বাগুইহাটি কিংবা ফাঁড়ি।

এবার তো মন ভাঙার পালা,

রোজ দুপুরে, রাত মিশে হয়,

স্বপ্ন হাজার, রং-বেরঙের,

ছাইয়ের ওপর ঘুমিয়ে পড়ি,

আর একটা দিন থাকলে,

বাকি-গল্পে আড়ি।।


©মাম্পি মল্লিক


আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:

অবুঝ কৈশোর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ