বাংলা কবিতা: অভিমানের হিসেব নাই বা রইলো
ইচ্ছে করলেই তো সব পাওয়া যায় না,
কিছুটা পেতেই, যে মূল্য দিতে হয়,
তা অনেক সময় দীর্ঘায়ুদের,
পাশেও দীর্ঘতর মনে হয়।
নিজের স্বত্বা থেকে যদি,
কিছু বাদ দিতে বলে ,
সেক্ষেত্রেও বোধ হয় ,
'অপারগ' তকমা পেতে হবে।
জীবন তো ছোট থেকেই,
নদী আর পাহাড়ের ছবি নিয়ে,
বসে থাকে নি, তাতে ,
নিজের মতো করে এঁকে দিয়েছে,
সাঁকো, তার কিছু দূরেই,
একটা ছোট্ট বাড়ি,
অসীম আকাশ, আর,
আদিগন্ত বিস্তৃত সবুজ মাঠ,
এক চিলতে বারান্দা, আর ,
মেঘের খুব কাছে একটা ছাদ।
ইচ্ছে! তুমি, গবেষণার দিকে,
চেয়ে থাকতে থাকতে,
কবে যে মরেছো..
টেরও পাইনি, পৃথিবীর
মাধ্যাকর্ষণ শুধু শরীরটাকে,
ধরে রেখে দিয়েছে,
এ শহরে, আর কোনো,
বাহুডোর নেই, যারা,
আমায় রেখে দিতে পারে,
অসময়ে শিলালিপিদের,
পড়তে চাওয়াটাই, জীবনের,
সবচেয়ে বড়ো পাপ,
বোধ হয়।
©মাম্পি মল্লিক
কিছুটা পেতেই, যে মূল্য দিতে হয়,
তা অনেক সময় দীর্ঘায়ুদের,
পাশেও দীর্ঘতর মনে হয়।
নিজের স্বত্বা থেকে যদি,
কিছু বাদ দিতে বলে ,
সেক্ষেত্রেও বোধ হয় ,
'অপারগ' তকমা পেতে হবে।
জীবন তো ছোট থেকেই,
নদী আর পাহাড়ের ছবি নিয়ে,
বসে থাকে নি, তাতে ,
নিজের মতো করে এঁকে দিয়েছে,
সাঁকো, তার কিছু দূরেই,
একটা ছোট্ট বাড়ি,
অসীম আকাশ, আর,
আদিগন্ত বিস্তৃত সবুজ মাঠ,
এক চিলতে বারান্দা, আর ,
মেঘের খুব কাছে একটা ছাদ।
ইচ্ছে! তুমি, গবেষণার দিকে,
চেয়ে থাকতে থাকতে,
কবে যে মরেছো..
টেরও পাইনি, পৃথিবীর
মাধ্যাকর্ষণ শুধু শরীরটাকে,
ধরে রেখে দিয়েছে,
এ শহরে, আর কোনো,
বাহুডোর নেই, যারা,
আমায় রেখে দিতে পারে,
অসময়ে শিলালিপিদের,
পড়তে চাওয়াটাই, জীবনের,
সবচেয়ে বড়ো পাপ,
বোধ হয়।
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ