আঁকার চেষ্টা করা যাক

পথের ধারে, রাজনৈতিক রং,
এদিক ওদিক সেদিক থেকে মিছিল,
এখন এসব অতীত দিনের রব,
শহরতলিকে ঘিরেছে ব্যারিকেড কিংবা পাঁচিল।
আমরা পুড়ি চার দেওয়ালের মাঝে,
উগড়ে ফেলি, দুঃখ, রাগ আর কান্নায়।
হাইওয়ে, ময়দান, খোলা ব্রিজও কাঁদে,
তাঁদের সবটা ধরা যায় না আয়নায়।
আকাশ-বাড়ি-ছাদের মধ্যেই ঘুরপাক।
নতুন ছবি কোথায় পাবো রোজ দিন,
পাড়ার মোড়ে টহলদাড়ি দেয় সব,
হালকা আওয়াজ করলে পরে আলপিন।
মন মাঝ সমুদ্রের স্বপ্নে সাঁতার কাটে,
রাত বারোটায় মেলে দিয়ে পাখা,
ভবিষ্যতের ভাবনা যেদিন ছাড়বে।
সেদিন দেখবে সোনালি রং আঁকা।

©মাম্পি মল্লিক



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ