আমার স্নায়ুর ভিতর ঘর বেঁধেছে দুঃখ,
দিব্য থাকছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, মাঝে-মধ্যে বেড়াতেও যাচ্ছে,
কিন্তু ঠিক চেনা পথ ধরে ঘরে ফিরে আসছে।
মাঠ-ঘাট, নদী-সমুদ্র, মরু কিংবা পাহাড় কোথাও,
গিয়ে শান্তি নেই।
এমনভাবে জুড়ে রয়েছে যেন ওর ঠিকানাদের,আমিই
নিরুদ্দেশ করেছি, তাই ওর দায় এখন আমার।
তাও বহুবার পরামর্শ করেছি, ওর কাছে জানতেও চেয়েছি,
কিন্তু কোনো কথা কয় না যে। খালি বায়না করতে জানে।
দাবি রাখতে জানে নিজের। চোখ খোলা রেখে একই কথা,
বলে যেতে জানে। আর কিছুই সে জানে না।
পৃথিবীর ভালোদের নিয়ে বাসা বাঁধতে সে শেখেনি।
শিখেছে কেবল অমূলকভাবে অন্তহীন দাবি করে যেতে
মনে হয় শাস্তি দিই, শিক্ষা দিই ওদের,
কিন্তু আমার স্নায়ুর নিয়ন্ত্রণ যে ওদের হাতেই।
সৃষ্টিকর্তারা সবই জানে, জেনে-বুঝেও চুপচাপ থাকে,
পাছে, দুঃখের দায় স্বীকার করতে না হয়।
মানবিক , অমানবিক এই সকল বিশ্লেষণ তখন,
শব্দ ভান্ডারের শোভা বাড়ায়।
দুঃখ আমার স্নায়ু জড়িয়ে নিদ্রা যায় ।
©মাম্পি মল্লিক
দিব্য থাকছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, মাঝে-মধ্যে বেড়াতেও যাচ্ছে,
কিন্তু ঠিক চেনা পথ ধরে ঘরে ফিরে আসছে।
মাঠ-ঘাট, নদী-সমুদ্র, মরু কিংবা পাহাড় কোথাও,
গিয়ে শান্তি নেই।
এমনভাবে জুড়ে রয়েছে যেন ওর ঠিকানাদের,আমিই
নিরুদ্দেশ করেছি, তাই ওর দায় এখন আমার।
তাও বহুবার পরামর্শ করেছি, ওর কাছে জানতেও চেয়েছি,
কিন্তু কোনো কথা কয় না যে। খালি বায়না করতে জানে।
দাবি রাখতে জানে নিজের। চোখ খোলা রেখে একই কথা,
বলে যেতে জানে। আর কিছুই সে জানে না।
পৃথিবীর ভালোদের নিয়ে বাসা বাঁধতে সে শেখেনি।
শিখেছে কেবল অমূলকভাবে অন্তহীন দাবি করে যেতে
মনে হয় শাস্তি দিই, শিক্ষা দিই ওদের,
কিন্তু আমার স্নায়ুর নিয়ন্ত্রণ যে ওদের হাতেই।
সৃষ্টিকর্তারা সবই জানে, জেনে-বুঝেও চুপচাপ থাকে,
পাছে, দুঃখের দায় স্বীকার করতে না হয়।
মানবিক , অমানবিক এই সকল বিশ্লেষণ তখন,
শব্দ ভান্ডারের শোভা বাড়ায়।
দুঃখ আমার স্নায়ু জড়িয়ে নিদ্রা যায় ।
©মাম্পি মল্লিক
2 মন্তব্যসমূহ
খুব সুন্দর 😊😊
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ😊
মুছুন