দিনের সবটা আমি শব্দ দিয়ে মুড়ে ফেলতে পারিনি,
পারলে ভালোই হতো, অনেকটা সময়ও পেতাম ,
কবিতাদের কাছাকাছি থাকার, কেই বা আছে আর এমন?
যে সান্নিধ্যে এত শান্তি পাওয়া যায়, তা তো কাঙ্খিত হবেই।
কি জানি, আজকাল বোধ হয় আর তেমনটা ঠিক হয় না,
যেমনটা ঠিক আগে হতো, ভালোবাসা আর ভালোলাগাদের,
দ্বন্দ্ব আজ আর নেই ঠিকই,একইভাবে কবিতাদের ভিতরেও আর কোনো লুকানো ছবিও দেখি না তাঁদের।
শহরের কোলাহল আজ নিস্তব্ধতার চাদরে মোড়া থাকলেও,
ব্যস্ততার আমেজে আমি কোনো ছাড় দেখি না ।
কর্তব্যে সকলেই অনড়, সময় আবারও যেন,
সার্কাসের রিং মাস্টার।
তবে পৃথিবীর বুকে এখনও কিছু সমুদ্র বাকি,
যারা কবিতা সৃষ্টির জন্য অপেক্ষারত,
কল্পনাদের ঢেউ গুনছে, হয়তো কোনো কবি।
নরম কালি, আর সাদা পাতার মধ্যে,
দেখতে দেখতে উপস্থিত হবে সমুদ্রের নোনা,
কিংবা সফেন বাহার।
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ