জীবন বৃত্তান্ত

বাংলা কবিতা: জীবন বৃত্তান্ত


কিভাবে দেখেছো, অন্ধকার?
সূর্য ভেঙে রং মাঠের উপর রং ছড়িয়েছে,
বাড়িগুলো সব ঘুটঘুটে, স্যাতস্যাতে,
নির্বিকার, মৃত, এই মৃত্যুপুরীতেই,
বাস করছি, আমার বাড়ির ঠিকানায়,
না আসে কোনো টেলিগ্রাম, 
না আসে খোলা কোনো চিঠি,
মাঝে-মধ্যে উঠে আসে চিৎকার,
কানা-গলি ভেদ করে, চৌ-রাস্তায়,
শুভ কামনারা ভিড় করে, মাথায়-
মনে, অনভ্যস্ত ভালোবাসাদের বারান্দায়।
কি হলো? ভাবা যায় না না?
অন্তরে কিভাবে পোড়া ছাই
ওড়ে, নরম দুই গালের ওপর,
নোনা লেগে থাকে, আজীবন।
ভাবা যায় না, কল্পনাদের,
জন্মান্ধ বলে ঘোষণা করা হয়।
শুধু একটু 'ভালো'-র খোঁজে,
মানুষের দীর্ঘায়ু যেন, মৃত
লাশের চেয়েও বেশি,
কদর্য মনে হয়,
ঠিক তখনই....

©মাম্পি মল্লিক

আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ