বাংলা কবিতা: বিচ্ছেদের সংযোজন
আজকাল আর সম্পর্কগুলোকে খুঁজতে বেরোই না,
শুধু ঈশ্বরই জানেন ঠিক কতখানি ক্ষতি হলে,
মানুষ আর চোখ মেলে চাইতে পারে না, একটা,
দুটো, তিনটে করতে করতে আজকে সম্পর্কের ভাঁড়ার,
শূন্য, একটা সুদীর্ঘ রাস্তা জুড়ে, শুধুই আমি,
ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ সব শব্দগুলোই,
যেন অভিধানের মধ্যে থেমে গেছে, আমায়
দোষ দিয়ে, সময় নিশ্চিন্ত হয়েছে।
নিশ্চিন্ত হয়েছে পৃথিবী, এই ভাবেই,
চলে যাবে কি সকলে, সময়ে-অসময়ে?
পেয়ে হারিয়ে যাওয়ার তালিকায় আজ,
নতুন সংযোজন।
মনে রাখা থাকে...শুধু তালিকা।
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ