বাংলা কবিতা: দীর্ঘজীবি লকডাউন
সরকারি নিয়মে বাঁধা থাক চারিদিক,
আজ না হয় কাল কিছুটা দেখা হবে,
আমাদের, তোমাদের সকলের,
মানুষ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ছে,
জানা-অজানা মিলেমিশে একাকার,
ফুটপাথ, বাসস্ট্যান্ড, রোদ্দুর, বৃষ্টি,
সবাই আহ্বান জানাচ্ছে দূর থেকে,
চাঁদের গায়ে চাঁদ লেগে আছে,
কাছে-দূরে,কিংবা দূরে-কাছে,
লকডাউন , লকডাউন...
শহর, গ্রাম কিংবা মাঝরাতে,
বাজারে,হাটে কিংবা শেষপাতে,
দেখা হবেই, দেখা হবেই,
সবুজের বিকিরণ, আর,
পোড়া মাটির গন্ধে,
দেখা হতে পারে, অচেনা-
চেনা ছন্দে, মাথা যায়,
লেখা হয়ে, থামে না মন,
শোনা যায় লকডাউন,
দীর্ঘস্থায়ী এখন।।
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ