কিছু কিছু দিন মাপা যায় না ,
দেওয়াল ঘড়ির শব্দে,
মনে পড়ে যায় জলছবিদের,
রঙের যা দাম, আমি কিনতে
চেয়েও পারি না।
অদ্ভুত! কিছুটা নাকি পুরোটাই?
মাথার মধ্যে সাতরঙা পৃথিবী,
এদিকে, আসল রং কেনা যায় না।
পৃথিবীতে মহামারি হয়েছিলো,
বহুবার তার উল্লেখ রয়ে যায়,
ইতিহাসে।মুহূর্তের মধ্যে ঢেলে দেওয়া,
কিংবা মুহূর্ত থেকে ছিনিয়ে নেওয়া,
কি জানি, কেন এভাবে বারে বার ,
ধ্বংসস্তূপেরা হাতছানি দিয়ে যাচ্ছে।
সফলতার মধ্যেও যে কত-শত,
চোখের জল ছিলো, তা আজ
বোঝা যাচ্ছে।।
নেভানো রাতের দিকে, তাকিয়ে
তাকিয়ে মৃত্যু যখন অনিবার্য,
তখনই ঠিক,ছন্দ আর তাল গুলিয়ে,
গেছে, আরও কিছুদিন,আরও
কিছুদিন, মনের ভিতরে শামুকের,
মতো মুখ লুকিয়ে থাকতে থাকতে,
বিরক্তি বাসা বাঁধবে, শেষে সাফল্য,
আজ আর রং পাবে না,
হয়তো খুঁজবেও না,
তখন যে, আরও এক অন্য,
তুমি, অন্য আমি, অন্য সময়।
©মাম্পি মল্লিক
দেওয়াল ঘড়ির শব্দে,
মনে পড়ে যায় জলছবিদের,
রঙের যা দাম, আমি কিনতে
চেয়েও পারি না।
অদ্ভুত! কিছুটা নাকি পুরোটাই?
মাথার মধ্যে সাতরঙা পৃথিবী,
এদিকে, আসল রং কেনা যায় না।
পৃথিবীতে মহামারি হয়েছিলো,
বহুবার তার উল্লেখ রয়ে যায়,
ইতিহাসে।মুহূর্তের মধ্যে ঢেলে দেওয়া,
কিংবা মুহূর্ত থেকে ছিনিয়ে নেওয়া,
কি জানি, কেন এভাবে বারে বার ,
ধ্বংসস্তূপেরা হাতছানি দিয়ে যাচ্ছে।
সফলতার মধ্যেও যে কত-শত,
চোখের জল ছিলো, তা আজ
বোঝা যাচ্ছে।।
নেভানো রাতের দিকে, তাকিয়ে
তাকিয়ে মৃত্যু যখন অনিবার্য,
তখনই ঠিক,ছন্দ আর তাল গুলিয়ে,
গেছে, আরও কিছুদিন,আরও
কিছুদিন, মনের ভিতরে শামুকের,
মতো মুখ লুকিয়ে থাকতে থাকতে,
বিরক্তি বাসা বাঁধবে, শেষে সাফল্য,
আজ আর রং পাবে না,
হয়তো খুঁজবেও না,
তখন যে, আরও এক অন্য,
তুমি, অন্য আমি, অন্য সময়।
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ