ভাতের পাশে নুনটুকু নেই,
স্বাদের বাহার, টুকরো টুকরো পাবে,
মাথার পাশে জল পড়ে মাঝরাতে,
অভাব মুছে হাঁটতে পারো যাতে।
মুহূর্ত আর মানব জীবন জুড়ে,
শিকল অনেক, আকার নানারকম,
তুমি আমি, অনেক বছর ধরে,
অভাব মোছার চেষ্টা চালাই জোরে।
যেভাবে রোজ হাওয়াতে ভর করে,
শূন্যে মাপি, জলের গতি-বেগ,
অভাব মাপার একক আবিষ্কারে,
ব্যাথা বাড়ে সমানুপাতিক হারে।
©মাম্পি মল্লিক
স্বাদের বাহার, টুকরো টুকরো পাবে,
মাথার পাশে জল পড়ে মাঝরাতে,
অভাব মুছে হাঁটতে পারো যাতে।
মুহূর্ত আর মানব জীবন জুড়ে,
শিকল অনেক, আকার নানারকম,
তুমি আমি, অনেক বছর ধরে,
অভাব মোছার চেষ্টা চালাই জোরে।
যেভাবে রোজ হাওয়াতে ভর করে,
শূন্যে মাপি, জলের গতি-বেগ,
অভাব মাপার একক আবিষ্কারে,
ব্যাথা বাড়ে সমানুপাতিক হারে।
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ