আমার জন্য

এগিয়ে যাও ভবিষ্যত !
বড় দুর্দশা এই পথের,
তুমি এগিয়ে গিয়ে রাস্তা খোঁজার চেষ্টা করো,
আমার জন্যে...
আর কেউ নেই যে , আমার জন্যে।
শুকিয়ে যাওয়া অন্তর, কিংবা,
লুকিয়ে নেওয়া স্নেহ, কিছু যদি,
চোখে পড়ে পথে, এড়িয়ে যেও।
ওসব বড়ো ক্ষতিকর।
পথ চলতে চলতে মতিভ্রমের শিকার হতে হয়।
এক বাক্স অনুভূতির বদলে,
এক বাক্য আঁকা যদি সহজ হত,
ভবিষ্যৎ,আজ তবে তোমায় পথ খুঁজতে,
যেতে হতো না।
শক্ত কোনো গাছের গুঁড়ি আঁকড়ে,
আমি আর বর্তমান পাড় হওয়ার চেষ্টায় আছি।
আগামীর নামে শুভকামনা পাঠাই আমি,
তোমার হাতে দিলাম সেই খাম,
এই দলিলে লেখা আছে,
আমার ভবিষ্যতের ঠিকানা।

©মাম্পি মল্লিক


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ