বাংলা কবিতা: এভাবেও থাকা যায় নাকি
প্রতিদিনের ব্যর্থতাকে যেভাবে একটা বিশাল জায়গা দিই,
ঠিক সেভাবেই অন্য বিষয়গুলোকেও গুরুত্ব দিতে পারি।
পারি? হয়তো পারি, না পারা এক্ষত্রেও বিরাজমান।
বড়ই হাস্যকর এ জীবন ,
অনুলিপি, শিলালিপি সবকিছুতেই ব্যর্থতার ছাপ।
কবিতাদের আনাগোনাও কমছে দিনে দিনে ,
এমনই মনে হয়। কি জানি, কতটা সত্যি এসব।
ব্যর্থতার হিসেব রাখা যেমন কঠিন নয়,
ঠিক তেমনই সহজ হয় না কেন,
জীবনের এই খরস্রোতা নদী।
মেঘের জীবন আর মৃত্যুর মাঝে,
যেমন একটা ভাসমান জীবন থাকে,
আমারও তেমনই সাধ জাগে,
প্রতিটা দিন-রাতের এই বাঁচা-মরার খেলায়,
কীভাবে যেন মৃত্যুর সঙ্গে প্রতিদিন থাকার,
একটা দায় নিজের কাঁধে নিয়ে ফেলেছি।
সময় মৃত্যুর থেকে ব্যর্থতার পার্থক্য ছেঁকে,
আমার আয়ুর সঙ্গে মিশিয়ে দিয়ে যাচ্ছে।
©মাম্পি মল্লিক
ঠিক সেভাবেই অন্য বিষয়গুলোকেও গুরুত্ব দিতে পারি।
পারি? হয়তো পারি, না পারা এক্ষত্রেও বিরাজমান।
বড়ই হাস্যকর এ জীবন ,
অনুলিপি, শিলালিপি সবকিছুতেই ব্যর্থতার ছাপ।
কবিতাদের আনাগোনাও কমছে দিনে দিনে ,
এমনই মনে হয়। কি জানি, কতটা সত্যি এসব।
ব্যর্থতার হিসেব রাখা যেমন কঠিন নয়,
ঠিক তেমনই সহজ হয় না কেন,
জীবনের এই খরস্রোতা নদী।
মেঘের জীবন আর মৃত্যুর মাঝে,
যেমন একটা ভাসমান জীবন থাকে,
আমারও তেমনই সাধ জাগে,
প্রতিটা দিন-রাতের এই বাঁচা-মরার খেলায়,
কীভাবে যেন মৃত্যুর সঙ্গে প্রতিদিন থাকার,
একটা দায় নিজের কাঁধে নিয়ে ফেলেছি।
সময় মৃত্যুর থেকে ব্যর্থতার পার্থক্য ছেঁকে,
আমার আয়ুর সঙ্গে মিশিয়ে দিয়ে যাচ্ছে।
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ