প্রথম সমুদ্র?
-দিঘা।
দুটো অক্ষরের এমন সুন্দর মিলন,
সেই মিলনের সৃষ্টতে তৈরি হয়েছে ঢেউয়ের আস্তানা।
ঝাউবন আর তালসারী ঘিরেছে দুচোখ,
কাজ হয়েছে অকাজের বাহানা,
প্রথম সমুদ্র দর্শনে গিয়েছিলাম ছুটে,
বালির উপর খালি পা-এর ছাপ,
কাঁচা মাটির একটা তালের উপর,
যেভাবে লেখা হতো, নতুন কোনো আলাপ।
মনের ভিতর অজস্র পিয়ানো,
কিংবা কোনো সুরেলা দিনকাল,
প্রথম সমুদ্রে প্রকাশ করেই আমায়,
মনের তখন ভীষন খারাপ হাল।
প্রথম সমুদ্র আমার কাছে আপন,
যতই না থাক বাঁধন শক্ত কি উপায়,
প্রথম সমুদ্রে নোনা জল আর বালি,
জীবন জুড়ে লেগে থাকুক আমার গায়ে।
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ