বাংলা কবিতা: বলো চাঁদ?
দেখা যায় অদূরের সীমারেখা,
ভরে যায় দু'চোখ সমুদ্রের নোনায়,
সময়ের গান শোনা যায়,
পরিচিত কোনো পুরোনো ঘরানায়।
এসো চাঁদ আর একটুখানি এদিকে,
দেখি রাত দুজনে পাঁচিল ঘেসে,
কারুকাজ যত্নে তুলে রাখি,
মুড়ে দেবো সেসব আমি আবেশে।
শুনি মন অসুস্থ এ কদিন,
ওড়ে রোজ মাথার ওপর বিকেল,
গলা মোম জমুক খানিক স্ট্যান্ডে,
কারিগর করুক আবার নিকেল।
এসো চাঁদ রাতের আসার আগে,
গুঁড়িয়ে রঙিন কাঁচের দেওয়াল,
যে সময় আমরা ভীষণ কাঁদি,
সে সময় হয় না কোনো খেয়াল।
সময়কে যাক না, না হয় ধরা,
অস্তিত্বে রুখতে কাটাকুটি,
কেন সে ভিনদেশি এক তারা,
বেঁধেছিল মন ভালোর এক জুটি?
©মাম্পি মল্লিক
ভরে যায় দু'চোখ সমুদ্রের নোনায়,
সময়ের গান শোনা যায়,
পরিচিত কোনো পুরোনো ঘরানায়।
এসো চাঁদ আর একটুখানি এদিকে,
দেখি রাত দুজনে পাঁচিল ঘেসে,
কারুকাজ যত্নে তুলে রাখি,
মুড়ে দেবো সেসব আমি আবেশে।
শুনি মন অসুস্থ এ কদিন,
ওড়ে রোজ মাথার ওপর বিকেল,
গলা মোম জমুক খানিক স্ট্যান্ডে,
কারিগর করুক আবার নিকেল।
এসো চাঁদ রাতের আসার আগে,
গুঁড়িয়ে রঙিন কাঁচের দেওয়াল,
যে সময় আমরা ভীষণ কাঁদি,
সে সময় হয় না কোনো খেয়াল।
সময়কে যাক না, না হয় ধরা,
অস্তিত্বে রুখতে কাটাকুটি,
কেন সে ভিনদেশি এক তারা,
বেঁধেছিল মন ভালোর এক জুটি?
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ