রাস্তাঘাট ছুটছে দূর,
ভাবছে মন কোন সুদূর,
ডাকছে মন ওই নীলে,
লিখছে নাম গাং চিলে।
আমার আমি এইখানে,
বসছি হাসছি নেই মানে।
চিত্র ঘুরছে রাত্রি দিন,
হলুদ বিকেল আস্থাহীন,
অক্ষমতা বইছি রোজ ,
খুঁজতে খুঁজতে নিখোঁজ।
পাতলা চাঁদ, কোনদিকে?
এক আকাশ, মন ফিকে।
©মাম্পি মল্লিক
ভাবছে মন কোন সুদূর,
ডাকছে মন ওই নীলে,
লিখছে নাম গাং চিলে।
আমার আমি এইখানে,
বসছি হাসছি নেই মানে।
চিত্র ঘুরছে রাত্রি দিন,
হলুদ বিকেল আস্থাহীন,
অক্ষমতা বইছি রোজ ,
খুঁজতে খুঁজতে নিখোঁজ।
পাতলা চাঁদ, কোনদিকে?
এক আকাশ, মন ফিকে।
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ