বাংলা কবিতা: ছেলেবেলা মেয়েবেলা সবই শৈশব
নিয়ম মেনেই ছোটো থেকে বড়ো হয়ে ওঠা,
খাতা পেন, ইস্কুল, কোচিং ব্যাচে ছোটা,
দিনরাত রাতদিন হিসেব না রাখা,
সোজা পথে রেখে পা , বাঁকা পথ আঁকা।
ফেলে দিয়ে মনোবল, রিমোর্টের বায়না,
বাঁ দিকে চুলের সিঁথি , আলমারির আয়না।
দুপুরেতে ভাতঘুম , বিকেলেই একছুট,
ফিরে এসে বাড়িতে খেলে না হয় বিস্কুট ।
ছোটবেলা ছেড়ে যায় অতীতের স্টেশন,
বড়বেলা ছুঁয়ে দিলে,অতীত অন্বেষণ।
খাতা পেন, ইস্কুল, কোচিং ব্যাচে ছোটা,
দিনরাত রাতদিন হিসেব না রাখা,
সোজা পথে রেখে পা , বাঁকা পথ আঁকা।
ফেলে দিয়ে মনোবল, রিমোর্টের বায়না,
বাঁ দিকে চুলের সিঁথি , আলমারির আয়না।
দুপুরেতে ভাতঘুম , বিকেলেই একছুট,
ফিরে এসে বাড়িতে খেলে না হয় বিস্কুট ।
ছোটবেলা ছেড়ে যায় অতীতের স্টেশন,
বড়বেলা ছুঁয়ে দিলে,অতীত অন্বেষণ।
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ