প্রাণে বাঁচো ।

মানুষ খোঁজা দায়, নিরুপায়,
একলা শরীর , দুমড়ে, মুচড়ে ক্লান্ত।
ভিতরে  তাদের অনুভূতিরা ,
পারেনি করতে শান্ত।
কিভাবে বলতে হয় না বলা কথা,
শিখিয়ে দেয় নি কেউ,
শুধু চেয়েও পারিনি আটকে ফেলতে,
মাঝ রাস্তার ঢেউ।
সজোড়ে পড়েছি ফুটপাথ ঘেসে,
জখম হয়েছে দেহ।
ফুটে উঠছিলো কারো মুখে হাসি,
হাত বাড়ায়নি কেহ।
জানলাম কিছু, বুঝলামও ঢেড়,
জেনে বুঝে উঠে গেলাম,
না বলা কথা লিখে ফেলি যেথা,
তাঁদের সকলকে সেলাম।

©মাম্পি মল্লিক


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ