চেনা সময়টা কে যেন এক ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছে,
উড়ে গেছে কোথায় সে খোঁজ কেউ জানে না,
মনে হয় যেন শহরের আনাচে-কানাচে রয়ে গেছে,
কয়েকটা ছিটে সেই সময়ের, অনেকের মাঝে,
অনেকক্ষণ সে আলোচনা চলছে, কিন্তু সন্দেহ থামছে না,
কোনো এক দার্শনিক বোধ হয় নাম রেখেছে তাঁর কল্পনার,
অপরাধীর নাগাল পেতে ডাক পড়েছে গোয়েন্দার,
রোগভয় মুখ ঢাকে, অনাবৃত কলকাতা,
আমি দেখি বাড়ির ভিতর আমিই নেই,
শুধু আছে শরীর , প্রিয় মানুষদের,
অন্তরখান ছড়িয়ে পড়ে সারা শহরময়,
অসময়ে সময় খুঁজলেই কি এমন হয়?
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ