ঘুম এসেছিলো সেই বছরেই,
পাহাড় ঘেসে একটা সরু নদীর মতো,
বিষন্নতা ধুয়ে দিয়ে এগিয়ে যেতো।
'খরস্রোতা','আবোল-তাবোল'সে নাম দিতো।
ভিতর ভিতর পুড়ে যেতো খড়ের গাদা।
ছাই কুড়িয়ে বানিয়ে নিতেম গোলক ধাঁধা।
বিশেষ কোথাও না দাঁড়িয়ে এগিয়ে যেতো,
এখন কুঁড়োয়, সে সব তখন হাতেই পেতো।
ঘুম এসছিলো, কিন্তু তখন জেগেই আছি,
সকাল হতে সন্ধ্যে যেন আমিই আছি,
শহর তখন চকমকে এক আলোর মতো,
মোমের শিখায় জ্বলছে কিছু অবিরত।
এমন দিনে হাতে গোনা কিছু ছবি,
ধ্বংসস্তূপ কিনেছে তো সেই আজনবি।
খুচরো গল্পে মজেছে মন-আর এক ঝোঁক,
মন খারাপে "তোমায় নিয়েই গল্প হোক।"
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ