কলমের মলাট

নিত্যদিনই ভোর হয়,
তাতে আলতো রোদ,
মন পিয়নে ডাক দেয়,
বলে দেয় দেখবে চোখ,
মাস ফুরিয়ে গোল হয়,
মন খুঁজলে  শেষ,
রাগ গড়িয়ে জল হয়,
নেই বিতর্কে রেশ,
একলা একটা শুয়োপোকা,
গেয়ে চলেছে গান,
বৃষ্টি হলে বোকা-বোকা,
জমা হয় অভিমান।
হয়তো বা ব্যতিক্রমী,
পরে খোঁজ এ তল্লাটে,
বদলে খুব সংযমী,
পুরোনো এক মলাটে।।

©মাম্পি মল্লিক



একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)