আমি কয়েকশো বার ভাঙছি আবার,
কয়েকশোবার গড়ছি, এই পৃথিবীতে,
তীব্র একটা আলোর মাঝে যেন,নিজের
গতিবেগ মাপার একক খুঁজছি।
অস্তগামী সূর্য্য হতে চাইছি, আরও
দুঃখ ।দুঃখ দাও, দুঃখ দাও।
হাজার হাজার সৃষ্টি শেষের দুঃখ,
যত্নে পুষে রাখবো আমার গভীরে,
কলম , কালি, দোয়াত দিয়ে সাজিয়ে,
কবির নামে উৎসর্গ হবে, আমার গড়া,
ভাঙার সকল রকম কীর্তি।।
পাতায় পাতায় রংমেলান্তির মতো,
দুঃখের রং মাখবো সারা দুপুর।।
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ