ভেঙে গেছে কত শত কোলাহল,
লোকেদের সারি, ব্যস্ত সময় থেমে গেছে,
থেমেছে মিছিলের স্লোগান।।
আজ শুধু দেখা মেলে ফাঁকা হাইওয়ের,
মরুভূমির মত ছবি ফুটে ওঠে ,
পালা করে যত প্রাণ ছুটে চলে যেত,
তাঁদেরই যায় না দেখা,
আমি কেঁদেছি বহুবার,
দেখেছিও কত কান্না ভেজা চোখ।
এ শহর , এই পৃথিবী কেঁদেছে,
এ দৃশ্য নিপাত হোক।।
মেনেনি কেবল, এ এক সময়,
বিরল সেথা সুখ,
প্রাণের মাঝে বেজে চলে,
রুপালি এক ঝাঁক ইচ্ছে।।
অল্প অল্প দিনের আলোয়,
তাদের সতেজ করি রোজ।
কিছুক্ষন ধরে আঁকড়ে রাখি,
দু'হাত দিয়ে, যাতে ফসকে না যায়,
তফাৎ বোঝে মনের রোগ,
এ শহর, এই পৃথিবী কেঁদেছে,
এ দৃশ্য নিপাত হোক।।
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ