পাছে জ্ঞান ফিরে আসে যদি

আজ যেন হন্যে হয়ে খুঁজছি,
মাথার উপর নীল রঙের আকাশ ,
দেখতে পাচ্ছি, তবু,যেন
বুঝতে পারছি, এই আকাশ
আর আমার মাঝে অদৃশ্য
কোনো অস্থিরতা স্থান পেয়েছে।
দাড়ি, কমা বা প্রশ্নচিহ্ন ,
ঠিক যেন তাঁদের পরিচিতি
হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলেছে
সত্যি?নাকি আমিই ওইগুলোর
ব্যবহার ভুলছি, জানি না।
চারপাশটা যেন দানবীয়
আচরণ করছে, আমার সাথে।
আমি চৈতন্য হারিয়েছি,
আধখোলা চোখে দেখছি,
প্রিয় মুখ, আমি অজ্ঞান হয়েছি,
তবু হারিয়ে যাইনি,
হারাতে দিইনি।।

©মাম্পি মল্লিক


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ