আলোয় সেজেছে শহর,ঘুরছে নতুন গন্ধ, শেষ হচ্ছে চাপা নিঃশ্বাস, বেড়েছে রাস্তার দৈর্ঘ্য,এও এক গুমোট অস্বস্তি তা তুমিও টের পেয়েছো বহুক্ষণ ধরে, শুধু চোখের তারাগুলো চকচকে....
পাড়ার রকে বখাটে যত যানজট....যেন ওদের কলরবের নীচে বেঁচে আছে আরও এক শহর, যারা নিস্তব্ধ।।
©মাম্পি মল্লিক
পাড়ার রকে বখাটে যত যানজট....যেন ওদের কলরবের নীচে বেঁচে আছে আরও এক শহর, যারা নিস্তব্ধ।।
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ