এমনই মন

বাংলা কবিতা: এমনই মন 


কেমন এ মন,
না ধরার না ছোঁয়া,
মাঝে মধ্যে আগুন করে বাসা,
বৃষ্টি পড়ে, অপেক্ষাদের ধোঁয়া।
থামিয়ে দিই প্রত্যাশাদের ক্রসিং-এ,
চোখ রাঙিয়ে ভয় দেখানোর চেষ্টায়,
অমনি ওরা স্টিয়ারিং-টা ছেড়ে,
লুটিয়ে পড়ে ফুটপাথ বা রাস্তায়।

কান্না পাওয়া মনখারাপের রাতদিন,
জীর্ণ হাওয়া , ভরছে খালি খামটা,
মেঘ করলেও তার নীচে তো কার্শেড,
বজায় থাকুক মুখচোরা সেই নামটা।
জানি সে সব বন্ধুবেলার দিনকাল,
মনের কাছে থাকতে ক'জন পারে,
স্বভাবে বয় ভিজতে থাকা মনকে,
সে খবর জানতে কি কেউ পারে!

©মাম্পি মল্লিক




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ