বাংলা কবিতা
বাংলা কবিতা হলো এমনই একটা ক্ষেত্র যেখানে সবথেকে বেশি করে নিজেকে আবিষ্কার করা সম্ভব । ভালোবাসা, নস্টালজিয়া, কল্পনা এই সবকিছু মিলেমিশে তৈরি হয়েছে আমাদের এই ছোট্ট ক্ষেত্র এবং আপন সত্ত্বা খুঁজে পাওয়ার এই প্রচেষ্টার অপর নাম তাই বাংলা কবিতা । সময় চুরির অপরাধে, অপরাধী অনেক গলি, মিঠে আলো ছুঁয়ে দিলে, স্মৃতি ওড়ায় শহরতলি !
Social Networks